ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ১২ অক্টোবর শনিবার বিকালে তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন।
ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, সবাই বলেছেন আমরা মিলেমিশে থাকতে চাই। সেটার একটা ইতিবাচক দিক রয়েছে। যেটা আমাদের জীবনকে সহনশীল করবে। সব মানুষ যদি সমান ভাবে সমান মর্যাদায় জীবন যাপন করতে পারি তাহলে আমাদের সকল অধিকার সংরক্ষিত থাকবে। আমাদের রাষ্ট্রের যে অধিকারগুলো আছে, সেগুলো আমরা সমানভাবে উপভোগ করতে পারবো। আমার অধিকার অন্য হরণ করতে পারবে না।
এ সময় তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং পূজা মণ্ডপে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীদের নির্দেশ প্রদান করেন।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, মেজর মাহির মাহবুব, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি ও ভুজপুর থানার ওসিবৃন্দ, হাইওয়ে থানার ওসি, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রাফিসহ অন্যান্য ছাত্রবৃন্দ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available