• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৯:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৯:৫৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুরাদনগরে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে আহত ১০, পুলিশ মোতায়েন

২৩ মার্চ ২০২৪ দুপুর ০২:৫৬:০১

মুরাদনগরে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে আহত ১০, পুলিশ মোতায়েন

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

২২ মার্চ শুক্রবার ভোর সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার পাকদেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহতরা হলো- কামাল, হিরন, আনিছ, কাদির, ইব্রাহীম, সাদির, পারভেজ, ইউনুছ ও রিফাতসহ বেশ কয়েকজন। আহতদের মধ্যে ৩ জন কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার পাকদেওড়া গ্রামে বিলের মাছের প্রজেক্ট নিয়ে পূর্ব থেকেই মুন্সী গোষ্ঠীর সাথে মোল্লা, ভূঁইয়াসহ কয়েকটি গোত্রের মধ্যে দুই যুগ ধরে চরম বিরোধ চলে আসছিলো। বিলের মাছের প্রজেক্টের হিসাব ও নতুন করে ইজারা দেয়া নিয়ে বৃহস্পতিবার রাতে একদফা এবং শুক্রবার সকালে দুইদল গ্রামবাসী টেটা, কুচ, বল্লম, রড, ইটনিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের বেলায় সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায়। হামলা আতঙ্কে এলাকার বাজারের দোকানপাট বন্ধ করে দেয় দোকানীরা। দুই দফা সংর্ঘষের ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল আলম বলেন, সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। এক পক্ষ থানায় অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। অপর পক্ষ কোন অভিযোগ দেয়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩