• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ সকাল ০৬:০৪:৩৩ (13-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৯শে কার্তিক ১৪৩১ সকাল ০৬:০৪:৩৩ (13-Nov-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

স্বাভাবিক হয়ে এসেছে আশুলিয়া শিল্পাঞ্চল, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

১৯ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৩৪:২৬

স্বাভাবিক হয়ে এসেছে আশুলিয়া শিল্পাঞ্চল, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আশুলিয়ার সব কারখানায় উৎপাদন স্বাভাবিকভাবে চলছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।  

আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে ও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।  

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম, নিট এশিয়া, শারমিন, সরকার মার্কেটের নেক্সট কালেকশন, বান্দডিজাইন, বাগবাড়ির ডেবনিয়ার, জামগড়ার দি-রোজ, পলমল, ছয়তলার এ্যানবয়, নিশ্চিন্তপুরের অনন্ত গার্মেন্টসসহ অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

তবে ২২টি কারখানা বন্ধ রয়েছে। ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি রয়েছে ৬টি কারখানায়।  

এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় বৃহস্পতিবার ২২টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৬টি এবং ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হয়েছে। আগামী শনিবারের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
১২ নভেম্বর ২০২৪ রাত ০৯:২৭:২১



উত্তরায় বিএনপির আনন্দ মিছিল
১২ নভেম্বর ২০২৪ রাত ০৮:৩৩:৫৩


চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫
১২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:৪৮




গোয়াইনঘাট সীমান্তে ৪ নারী আটক
১২ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:২০