আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক শিল্প কারখানাগুলোতে। সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
তবে ২১ সেপ্টেম্বর শনিবার ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় ১৩টি এবং সাধারণ ছুটি রয়েছে ৩ টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
এদিকে, জিরাবো পুকুরপাড় এলাকার ম্যাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহতের পর আজ থেকে খোলে দেয়া হয়েছে। ওই কারখানাটিতেও উৎপাদন স্বাভাবিক রয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩ টি পোশাক শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে আজ ১৬ টি কারখানা ছাড়া বাকিগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মত কাজে যোগ দিয়েছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি এবং বাকী ৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিকপক্ষের সাথে কথা হচ্ছে, শীঘ্রই কারখানাগুলো খুলে দেয়া হবে।
তিনি জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোন শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available