ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার দুইদিনের মধ্যে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ইটনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন একই এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে চাকরি প্রত্যাশী মো. কাউসার মিয়া (২১)।
এই বিষয়ে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পুলিশের। বিষয়টা গুরুত্বসহকারে বিবেচনা করে অভিযুক্তকে আটক করার জন্য ইটনা থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একটি দল অভিযান শুরু করে।
ইটনা থানার এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই আমজাদ এবং ডিবি পুলিশ অভিযান চালিযে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের সদর উপজেলার নীলগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনকে আটক করে।
অভিযোগকারী মো. কাউসার মিয়া জানান, ‘পুলিশের চাকরির দেওয়ার নাম করে সাড়ে চার লাখ টাকা নেন আবদুল্লাহ আল মামুন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে নানা হুমকি ও ভয়ভীতি দেখান। পরে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে আটক করে।’
কিশোরগঞ্জের সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা এবং ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী এইসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনকে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available