• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩১:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩১:০১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোংলায় পিতা ও ভাইয়ের হাতে প্রতারণার শিকার মেয়ে

৩০ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০৭:৩৬

মোংলায় পিতা ও ভাইয়ের হাতে প্রতারণার শিকার মেয়ে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় মায়ের দেওয়া সকল কাগজ পত্র থাকা সত্ত্বেও সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে আপন পিতা এবং ভাইয়ের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোংলা উপজেলার দিগরাজ কাপালিরমেঠ এলাকার বাসিন্দা মো. আবুল কালাম আজাদের মেয়ে ইলোরা আজাদ মৌসুমি। তার মায়ের দেওয়া সম্পত্তি জে,এল নং - বি, আর,এস-০৪'নং বুড়িরডাঙ্গা মৌজায় বি,আর,এস খতিয়ান নং-৮২' স্থলে খারিজ ৭০৪' স্থলে খারিজ ১৬৭৬' দাগ নং-বি,আর,এস-১০৪৬,১১৮০ ও ১১৮১ এর মধ্যে তার নিজ হেবার ঘোষণাকৃত জায়গার মধ্যে ০ দশমিক ৫২ একর অংশ জমির প্রাপ্য দলিল করে বুঝিয়ে দেয় তার মা। কিন্তু ইলোরা আজাদ মৌসুমীর আপন পিতা ও ছোটো ভাই সম্পত্তির ভাগ বুঝিয়ে না দিয়ে ভোগদখলে রেখেছেন। এ নিয়ে ইলোরা আজাদ মৌসুমী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরে সমস্যা সমাধান না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মোংলা থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী ইলোরা আজাদ মৌসুমী অভিযোগ করে বলেন, আমার মায়ের দেওয়া দলিলকৃত সম্পত্তি থেকে বঞ্চিত করছেন আমার আপন পিতা ও ছোটো ভাই। তারা আমার প্রাপ্য ভূমি দীর্ঘদিন জোর করে ভোগদখল করে আসছেন।

থানায় অভিযোগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মোংলা উপজেলার দিগরাজের কাপালিরমেঠ এলাকার বাসিন্দা ১নং বিবাদী মো. আবুল কালাম আজাদ, ২নং আসামী তার ছেলে এ কে এম মইনুল হাসান তুহিন।

গত ২০২৩ সালের জুন মাসে মৌসুমীর মা তার নামে ৫২ শতক জমি দলিল করে দেয়। ওই জমিতে ঘর উঠিয়ে ভাড়াও দেন মৌসুমী।  কিন্তু ২০২৪ সালের এপ্রিল মাসে জোরপূর্বক ওই ভাড়াটিয়া নামিয়ে দেয় তার পিতা এবং ভাই। এ ব্যাপারে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মোংলা থানার সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ