• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৭:২৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৩শে মাঘ ১৪৩১ রাত ০৯:৫৭:২৮ (05-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার, দালালের বিচারের দাবি

২৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:০৫:০৬

মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার, দালালের বিচারের দাবি

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে মালয়েশিয়া গিয়ে প্রতারণার শিকার হয়ে সরকার ও প্রশাসনের কাছে দালালের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীর পরিবার। ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে তালতলী সাংবাদিক ফোরামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমানের ভুক্তভোগী পরিবার জানান, মালয়েশিয়ায় ৬০ হাজার টাকা বেতনে ভালো অফিশিয়াল চাকরি আছে। ওই চাকরিতে যেতে হলে ৫ লাখ ৫০ হাজার টাকা লাগবে বলে জানান একই উপজেলার বড়বগী ইউনিয়নের দক্ষিণ সওদাগরপাড়া গ্রামের মো. রহমানের ছেলে জুয়েল। তার কথায় চিন্তাভাবনা না করে রাজি হয়ে যান গ্রামের সহজ সরল মিজানের বাবা-মা।

এরপর ধার দেনা, গহনা বিক্রি আর জমি বন্ধক রেখে দালালের কথা মতো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে চলতি বছরের মে মাসে মিজানকে বিদেশে পাঠান। মিজান ছাড়া আরও ৫/৬ জনকে ভালো চাকরির কথা বলে প্রবাসে পাঠায় জুয়েল। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু মালয়েশিয়া যাওয়ার পর সব কিছু বদলে যেতে থাকে। মিজানকে অফিশিয়াল কাজ না দিয়ে পাম বাগানে কাজ করার জন্য দেওয়া হয়। এতে মিজানের মাথায় আকাশ ভেঙে পড়ে।

মিজানের ভাই মো. মিরাজ বলেন, সেখানে জীবনের কোনো নিরাপত্তা নেই। পরিবার ও ধার দেনার কথা চিন্তা করে বাগানে কাজ করতে গিয়ে মিজান অ্যাকসিডেন্ট করে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন। এমনকি তার চিকিৎসাও করাতো না। আমার ভাইয়ের জীবনের শেষ সম্বল বিক্রি করে ও টাকা সুদে নিয়ে বিদেশে গিয়াছেন। বর্তমানে তার পরিবার অচল অবস্থায় আছে। বিদেশে যাওয়া পর থেকে এ পর্যন্ত তিনি কোনো টাকা পয়সা পাঠাতে পারে নাই।

বর্তমানে ১২-১৫ দিন পর্যন্ত আমার ভাইয়ের সাথে কোনো ধরনের যোগাযোগ করিতে পারছি না। মিজানের সন্ধান চাই। দালাল জুয়েল যে টাকা নিয়েছে তা যেন ফেরত পাই। যাদের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী মিজানের ভাই মো.মিরাজ, পিতা ইউসুফ কারি, স্ত্রী মীম ও চাচা ইসমাইল হোসেন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাতের আঁধারে ভাঙা হলো বঙ্গবন্ধু ম্যুরাল
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৮:৩০

দাগনভূঞায় দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৩:৪২



কাউখালীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
৫ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:০৫:৩২


ফকিরহাটে দৃষ্টি হত্যার অভিযোগে গ্রেফতার ৩
৫ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৩৯:৫৮