• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩১ রাত ১২:১৮:৪১ (25-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩১ রাত ১২:১৮:৪১ (25-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

অদম্য মেধাবী প্রতিবন্ধী সামি

১৭ নভেম্বর ২০২৩ দুপুর ১২:১৬:১০

অদম্য মেধাবী প্রতিবন্ধী সামি

উত্তর (টাঙ্গাইল) প্রতিনিধি: সমাজে প্রতিবন্ধী সন্তান জন্ম মানেই পরিবারের বোঝা, এ প্রচলিত ধারণাকে বদলে দিয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আশরাফুল আলম সামি। সতেরো বছর বয়সী মেধাবী সামি বর্তমানে গোপালপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের নিয়মিত ছাত্র। সে গোপালপুর উপজেলার কাজীবাড়ী মহল্লার বাসিন্দা মীর সাজ্জাদ হোসেন ও কাকলী পারভীন দম্পতির প্রথম সন্তান।

হাত-পা একদম কঞ্চির মতো চিকন, মুখ বাঁকা, স্পষ্ট কথা বলতেও পারেন না। কিছুটা শ্রবণ শক্তিহীন। সামির জন্ম ২০০৬ সালে। দাঁড়ানোর সক্ষমতা না থাকায় হাতের উপর ভর করে বসে বসে এগিয়ে চলেন তিনি। তার বাবা মীর সাজ্জাদ হোসেন পেশায় গাড়ি চালক। শারীরিক অসুস্থতার কারণে তিনিও বর্তমানে কর্মক্ষম ন়ন। মা কাকলি পারভীন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পারিবারিক সূত্রে জানা যায়, পিএসসি, জেএসসি ও এসএসসিতে সামি পেয়েছে জিপিএ ফাইভ। এপর্যন্ত ৩টি ট্যালেন্টপুলসহ মোট ৭টি বৃত্তি পেয়েছে। রান্নাবান্না, ছোট সাইকেল চালানো, ক্রিকেট ব্যাটিং, কেরাম, কম্পিউটার চালানো, গাছে উঠায় পারদর্শিতা ছাড়াও অনলাইনে সার্ভে করে বিগত ৩ মাসে প্রায় ৮০ হাজার টাকা আয় করেও সবাইকে চমকে দিয়েছে সামি।

খাতায় লিখে সামি জানান, আমেরিকান ওয়েবসাইট ফ্রিক্যাশ, সার্ভেজুনকিসহ অন্যান্য সাইটে সার্ভের কাজ করে অনলাইন আয়ের টাকায় ১টি ল্যাপটপ, ২টি স্মার্টফোন ও বাসার আইপিএস কিনেছেন। তিনি পড়াশোনায় মাস্টার্স সম্পন্ন করে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী।

মা কাকলি পারভীন বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছেলেকে নিয়ে ছোট বেলা থেকেই স্বপ্ন ছিলো। তাই কোলে করে নিয়ে স্কুলে দিয়ে আসতাম। প্রতিবন্ধী বিদ্যালয়ে নয়, শুরু থেকেই সাধারণ বিদ্যালয়ে পড়িয়েছি। ছোট থেকেই ছেলের মেধা স্কুলের সহপাঠী ও শিক্ষকদের মুগ্ধ করতো। ছেলেকে মাস্টার্স সম্পন্ন করাতে চাই। সরকার ওর প্রতি সদয় হয়ে যদি আইটি ডিপার্টমেন্ট বা কম্পিউটার অপারেটর পদে চাকরি ব্যবস্থা করে দেয় তবেই আমার কষ্ট সার্থক হবে।

সহপাঠী কামরুল ইসলাম বলেন, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও সামি অনেক মেধাবী। হাতের লেখাও সুন্দর। পড়ালেখায় আমরা ওর বিভিন্ন সহযোগিতা পাই। 

সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান বলেন, সামিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওর মা কোলে করে বিদ্যালয়ে দিয়ে যেতো। পরবর্তীতে একাই সাইকেল চালিয়ে আসতো। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ওর মেধা আমাকে মুগ্ধ করতো। আমাদের বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমরা খুব বেশি খরচ ওর থেকে নিতাম না। আমার বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে জেএসসি ও এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে। ওর মেধা অনুযায়ী ভালো কোনো চাকরি পেলে আমি অনেক খুশি হবো।

গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিকুজ্জামান বলেন, আশরাফুল আলম আমার কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। ওর শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও অনেক মেধাবী ছাত্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রৌমারীতে ৬ কেজি গাঁজাসহ কারবারি আটক
২৪ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১৬:৪৩





বুড়িগঙ্গা থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪১:২৮



নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
২৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২০:৫২