নরসিংদী প্রতিনিধি: সমাজের সুবিধাবঞ্চিত অসহায় শারীরিকভাবে অক্ষম, প্রতিবন্ধী মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে ‘দুই ঘণ্টায় হুইলচেয়ার’। শারীরিকভাবে প্রতিবন্ধী এমন কিছু মানুষ আমাদের সমাজে বসবাস করে তাদের বাস্তবিক অর্থে এক বেলা ঠিক করে খাবার খাওয়াও কষ্টসাধ্য হয়ে ওঠে। সেখানে তাদের সঠিকভাবে চলাচলের জন্য হুইলচেয়ার কেনাটা তো স্বপ্নের বিষয়। অসংখ্য প্রতিবন্ধী মানুষ রয়েছে যারা রাস্তায় হামাগুড়ি দিয়ে চলাচল করে। অনেকে আবার একেবারে চলাচলই করতে পারেনা। সেই মানুষগুলিকে খুঁজে খুঁজে দেয়া হচ্ছে হুইলচেয়ার। সেটাও মাত্র দুই ঘণ্টার মধ্যে। হুইলচেয়ার পেয়ে স্বস্তিতে আছে তারা। এই উদ্যোগ গ্রহণ করেছে আয়ুব হাসান নামে একজন স্বেচ্ছাসেবী যুবক।
হুইলচেয়ার পেয়ে সুবিধাভোগী আব্দুল কাওসার বলেন, জন্মের ছয় মাসের মাথায় টাইফয়েডে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করি। পরবর্তীতে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে কোনো চিকিৎসা হয়নি। স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটাচলা করে আমারও হাটতে মনে চায়। প্রয়োজন ছিল হুইল চেয়ারের। কিন্তু অর্থের অভাবে কিনতে পারিনি। সমাজের বিত্তবানদের কাছে গিয়েও লাভ হয়নি। জানতে পারি ‘দুই ঘণ্টায় হুইলচেয়ার, পাওয়া যায়। তারপর আইয়ুব হাসানের সাথে যোগাযোগ করলে তিনি সত্যিই দুই ঘণ্টার মধ্যে আমাকে একটি হুইল চেয়ার দেয়। এটি পেয়ে আমি খুব খুশি। এখন একটু হলেও দুনিয়াটা দেখতে পারবো। এটা আমার মতো প্রতিবন্ধীদের জন্য অনেক কিছু।
স্বেচ্ছাসেবী আইয়ুব হাসান বলেন, শুরু থেকে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করার ইচ্ছে ছিলো। তাই তাদের শান্তি দেওয়ার জন্য একটু চলাচলের ব্যবস্থা করে দিচ্ছি। আমার কাছে যে কেউ আবদার করলে আমি ২ ঘণ্টার মধ্যেই তাদেরকে হুইলচেয়ার যেভাবে হোক ম্যানেজ করে দেই। এখন পর্যন্ত ২০ জন সুবিধাবঞ্চিত মানুষকে হুইলচেয়ার দিয়েছি। আমার ধারা অব্যাহত থাকবে। সত্যিকার অর্থেই যারা দুনিয়াতে হাঁটতে পারে না, চলাচল করতে পারে না। তাদের মত কষ্ট পৃথিবীতে আর কারও নেই।
প্রফেসর মোস্তফা আলী বলেন, এটি অনেক ভালো একটি উদ্যোগ। অর্থের অভাবে অনেক সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ার কিনতে পারছে না। তাদের জন্য হুইলচেয়ারই চলার একমাত্র পন্থা। ছিন্নমূল মানুষগুলোকে ২ ঘণ্টার মধ্যে যে হুইলচেয়ার প্রদান করা হচ্ছে, এটা আসলেই প্রশংসনীয় একটি উদ্যোগ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available