নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে হতদরিদ্র প্রতিবন্ধী কুদ্দুছের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মৃত মোজাফফর আলির ছেলে আবুল কাশেমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পেরিয়ে ইউপির উত্তর শাকতলীত সর্দার বাড়িতে।
ভুক্তভোগী মৃত তৈয়ব আলির ছেলে হতদরিদ্র কদ্দুস বলেন, আমার ৩৪নং খতিয়ানের ১৩১৬ - ১২৭২ - ১৩৬০ দাগের মোট ৬০ ডিসিম পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে স্থানীয় মৃত মোজাফফর আলী ছেলে আবুল কাশেম। এতে ভুয়া দলিল দেখিয়ে সাড়ে ২৮ শতক জায়গায় বিক্রি করে ফেলেছেন, যার আমি দলিল মূলে মালিক। আমি স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের কাছে জায়গা ফিরে পেতে সহযোগিতা কামনা করছি।
এলাকাবাসী বলেন, আমরা সবাই জানি এ জমিন দলিল সূত্রে তৈয়ব আলী ছেলে কুদ্দুস আলী মালিক। যা আবুল কাশেম জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা তৈয়ব আলির ছেলে কুদ্দুস পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেম বলেন, আমার কাছে এ জমিনের দলিল রয়েছে। আনিত অভিযোগ মিথ্যে। যদি তাদের কাছে দলিল থাকে আমি জমিন ফিরিয়ে দিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available