• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৭:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৭:৫৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিবচরে চাঁদাবাজি বন্ধে ছাত্রদের প্রতিবাদ সমাবেশ

১৩ আগস্ট ২০২৪ দুপুর ১২:৪৩:৩০

শিবচরে চাঁদাবাজি বন্ধে ছাত্রদের প্রতিবাদ সমাবেশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: সড়কে চাঁদাবাজি ও সব ধরনের অনিয়ম বন্ধে পদ্মাসেতু দক্ষিণ থানার নাওডোবায় প্রতিবাদ সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চাঁদাবাজি বন্ধ না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এসব শিক্ষার্থী।

১২ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাজিরা উপজেলার নাওডোবা জমদ্দার স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েক শত শিক্ষার্থী। শিক্ষার্থীদের এসব পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন সিএনজি চালক ও স্থানীয়রা।

এ সময় শিক্ষার্থীরা সিএনজি, ব্যাটারিচালিত ও অটোরিকশা চাঁদা না দিতে সব ধরনের পরিবহনের চালককে আহ্বান জানান। কেউ চাঁদাবাজি করতে এলে সবাই মিলে তাকে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অথবা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে ন্যায্য ভাড়া নেওয়ার জন্য যানবাহনের চালকদের প্রতি আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বি.এম আবু বকর সিদ্দিক, মাহমুদুল হাসান মুন্না, অয়ন ইসলাম, তারেক রহমান, আকরাম হোসেন, মো. নাহিদ নজরুল, লিমন মিয়া, ফাহিম ঢালী, সাকিল আহমেদ, মো. বাবুল, আবুল হাসান, মো. রাসেল আহমেদের নেতৃত্বে কয়েক শত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩