• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ সকাল ১০:৪৪:১৩ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ সকাল ১০:৪৪:১৩ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

দশম গ্রেডের দাবিতে বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

৩০ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১০:৫৯

দশম গ্রেডের দাবিতে বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আসাদুজ্জামান, সদস‍্য সচিব মো. আবুল কাশেম, মো. শরিফুল ইসলাম , মো. মতিউল ইসলাম, হুমায়ুন চৌধুরী, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহ হ‍েল বারি, নুরউল্লাহ আবু তৈয়ব, মাসেদুল ইসলাম,আফজাল হোসেন (ইভান), আল মামুন, ফিরোজ আলম, কানিজ ফারহানা, গুলশান আরা, শিউলি চৌধুরিসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা একটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকেরা কেনো দশম গ্রেড পাবেন না।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ২০১৫ সালের বেতন স্কেল ও বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের ১৩তম গ্রেডে থেকে স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত
৫ জানুয়ারী ২০২৫ সকাল ১০:১২:৩৪