টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে (ওয়ার্ক ফোর ইভরিয়ন) উই ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌরউদ্যান থেকে একটি র্যালি বের করে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ করে। পরে ১ জনকে ভ্যান, একজনকে রিকশা ও অপর একজনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ উইয়ের ফাউন্ডার খন্দকার শাহবাজ ইসলাম, ইমন, আদ্রিতা, সুচনা, নাইস, রোহান ও রুদ্র উপস্থিত ছিলেন।
ভ্যান পেয়ে রফিকুল ইসলাম বলেন, উইয়ের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে তারা দাঁড়িয়েছে। আমি এখন আয় করে চলতে পারবো পরিবার নিয়ে।
সেলাই মেশিন পাওয়া আজিজুল ইসলাম বলেন, আমার উপার্জনের একটা পথ হলো এখন, আগে ঘুরে ফিরে খেতাম। এখন তাদের এই উপহারে সংসার চালানোর মতো একটা গতি হলো।
উইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচি ও দুপুরে মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার এতিম শিশুদের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available