রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে রামপালে ১০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমিসহ ঘর। ৯ আগস্ট বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশের ২২ হাজার ১০১টি পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এর ধারাবাহিকতায় এবার রামপালেও ১০০টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরসহ চাবি হস্তান্তর করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে জমির দলিল, আধাপাকা ঘর ও চাবি হস্তান্তর করেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে বুধবার সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি এস. এম আশরাফুল আলম, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল সরকারী কলেজের প্রভাষক ও সাংবাদিক মোস্তফা কামাল পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available