• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১৫:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:১৫:১৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঠাকুরগাঁও জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

৯ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:০২:৫৮

ঠাকুরগাঁও জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের ১২ জেলার মধ্যে ঠাকুরগাঁও জেলাকেও ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ৯ আগস্ট বুধবার আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন।

এ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণাংশু দত্ত টিটোসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার পাঁচটি উপজেলার মধ্যে আজ ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো। এর আগে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলাকে মুক্ত ঘোষণা করা হয়েছে। অর্থ্যাৎ ঠাকুরগাঁও জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।

ঠাকুরগাঁও জেলায় আশ্রয়ণ প্রকল্পের মোট ৮১৮৭টি ঘর নির্মাণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে সুষ্ঠ তালিকার মাধ্যমে ভুমি ও গৃহহীনদের ঘর বরাদ্দ চলমান রয়েছে।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, প্রথম থেকে চতুর্থ দফা পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরের কাজ সম্পূর্ণ করার মধ্য দিয়ে ভুমিহীন ও গৃহহীনদের মাঝে সুষ্ঠভাবে বন্টন করা হচ্ছে। ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার পরেও যদি কোন ভুমিহীন ও গৃহহীন থাকে, তাকেও ঘর বরাদ্দ প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন করে যে ১২টি জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। সেগুলো হলো- ঠাকুরগাঁও, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, নওগাঁ, পাবনা, দিনাজপুর, নাটোর, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩