• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:২২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত সর্বশক্তি নিয়োগ করেছে: নানক

১৪ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৪৪:৫৪

নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত সর্বশক্তি নিয়োগ করেছে: নানক

সিলেট প্রতিনিধি: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত সর্বশক্তি নিয়োগ করেছে, সারা দেশে তাণ্ডব চালাচ্ছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। এমনকি বিশ্ব মোড়লদের আমাদের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু আওয়ামী লীগের সাহসী সেনাপতি শেখ হাসিনা কোনো মোড়লের রক্তচক্ষুকে ভয় পায় না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধরনা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। ট্রেনের লাইন কেটে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মারছে। অথচ, এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা মানবতার কথা বলে না।

২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলের লক্ষ্যে ১৩ ডিসেম্বর বুধবার বেলা আড়াইটায় সিলেট মহানগরের আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ব মোড়লরা একাত্তরে বাঙালির স্বাধীনতার বিরোধিতা করেছিলো উল্লেখ করে নানক বলেন, মনে রাখতে হবে, তারা একাত্তরে সপ্তম নৌ-বহর পাঠিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চেয়েছিল। তারা দেশের মাটিকে পোড়ামাটিতে পরিণত করতে চেয়েছিল। কিন্তু পারেনি, ব্যর্থ হয়ে ফিরে গেছে। ওরাই তো ষড়যন্ত্র করেছিল। চুয়াত্তর সালে চালের জাহাজ ফেরত পাঠিয়ে দিয়ে দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করেছিল। কাজেই একাত্তরে যারা পরাজিত হয়েছে তারা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুজিববিহীন বাংলায় শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ সফলতার শীর্ষে পৌঁছবে সেটি তারা সহ্য করতে পারে না।

তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। তাই ভোট যাকেই দিক, মানুষকে হাতে-পায়ে ধরে কেন্দ্রে নিয়ে আসতে হবে।

নানক বলেন, নির্বাচন হবে, সংবিধান অনুযায়ীই হবে। তৃণমূল ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্র কমিটি গঠন করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে, শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এ সময় প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সিলেটের মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন নানক।

বিভাগীয় প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, শেখ হেলাল এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভা শেষে ঢাকা থেকে আগত বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩