আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ জানে আলম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার আমিরাতে স্থানীয় সময় দুপুর ২টার দিকে তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা যায়।
তার প্রতিবেশী মুহাম্মদ রুবেল এশিয়ান টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং ইউনিয়নের শাহনগর কাবিল মিস্ত্রী বাড়ির আবদুস ছামাদের ছেলে মুহাম্মদ জানে আলম। তার দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।
তিনি আরও জানান, দেরা দুবাইয়ের বাংলাবাজারের বারোশবিশের সামনের নিজ ভবনে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে বেলা ৩টার দিকে তার মরদেহ নিয়ে দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মুহাম্মদ জানে আলম এদিন দুপুরে চুলায় চাউল দিয়ে ওয়াশরুমে যান। কিন্তু প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও ওয়াশরুম থেকে তিনি বের না হওয়ায় সহকর্মীরা বাইরে থেকে তাকে ডাকাডাকি করেন। কিন্তু এতেও কোনো সাড়া শব্দ না পেয়ে পরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও চিকিৎসকরা এসে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুতে প্রবাসী কমিউনিটিসহ তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তার মরদেহ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available