আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে যাওয়ার জন্য বিমানের টিকেট কেটেও আর যাওয়া হল না জহির আলী (৫১) নামে এক প্রবাসী বাংলাদেশির। দেশে ছুটিতে যাওয়ার আগের রাতেই (১২ ডিসেম্বর মঙ্গলবার) মৃত্যুবরণ করেন তিনি।
জহিরের প্রতিবেশী প্রবাসী আব্দুল্লাহ মামুন এশিয়ান টেলিভিশনকে এসব তথ্য জানান।
আমিরাতের আবুধাবির প্রত্যন্ত জনপদ সুইহানে বসবাস করতেন জহির আলী। হবিগঞ্জের চুনারুঘাটের এ বাসিন্দা গত ১৩ ডিসেম্বর বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশে যাওয়ার জন্য শারজাহ থেকে এয়ার এরাবিয়া ঢাকাগামী নির্ধারিত ফ্লাইটের টিকেট কেটেছিলেন। দেশে তার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
আব্দুল্লাহ মামুন জানান, দেশে যাওয়ার এয়ার টিকেট লাগেজ সব প্রস্তুত রাখা ছিল। ফ্লাইট ধরার জন্য সকালে তার শারজাহ যাওয়ার কথা থাকলেও ঘুম থেকে না ওঠায় রুমের লোকজন তাকে ডাকাডাকি করে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ সুইহান হাসপাতালের মর্গে স্থানান্তর করে।
আব্দুল্লাহ মামুন আরও জানান, জহির আলী ২০ বছরেরও বেশি সময় ধরে প্রবাসে আছেন এবং তিনি স্থানীয় সুইহান ক্যামেল রেইস ট্র্যাক সংলগ্ন মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available