• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪২:৫৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪২:৫৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রেলের জলাশয় ভরাটের অভিযোগ, কর্তৃপক্ষ নিরব !

১১ জুলাই ২০২৪ সকাল ০৯:৪৪:৫৫

রেলের জলাশয় ভরাটের অভিযোগ, কর্তৃপক্ষ নিরব !

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া গোয়ালন্দ রেলওয়ের সংলগ্ন কুমারখালী পৌরসভার বাটিকামারা সরকারি কলেজের সামনের এলাকায় অবৈধভাবে রেলের ২০ শতক জলাশয় বালু দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী জাহিদুল ইসলাম ও হুমায়ন কবির সুইট বিরুদ্ধে।

জাহিদ ওই এলাকার পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলের পরিচালক ও তরুণ মোড় এলাকার দিন মোহাম্মদের ছেলে। আর সুইট উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের বাসিন্দা।

১০ জুলাই বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, লাটাহাম্বা গাড়িতে করে বালু ফেলা হচ্ছে। কিছু শ্রমিক বাঁশ-খুঁটি দিয়ে জলাশয়ের মধ্যে বাঁধ নির্মাণ করছেন। প্রায় ১০ দিন ধরে প্রভাবশালীরা অবৈধভাবে রেলের জলাশয় ভরাটের কাজ করছে। তবুও নিরব ভূমিকায় রয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদুল জানান, রেলওয়ের নিকট থেকে ইজারা নিয়ে তিনি জলাশয় ভোগ করছেন। কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়েই তিনি ভরাট করছেন। আর হুমায়ন জানান, কৃষি কাজের জন্য রেল কর্তৃপক্ষের নিকট থেকে তিনি ইজারা নিয়েছেন। তবে ভরাটের জন্য তিনি অনুমতি নেননি।

জানতে চাইলে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাবিব চৌহান জানান, দিনে দিনে সরকারি পুকুর, জলাশয় ও অন্যান্য জমি বেদখল হয়ে যাচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের এ দিকে নজর দেওয়ার দাবি জানান তিনি।

জলাশয় ভরাটে কাউকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় স্টেট অফিসার মো. নুরুজ্জামান। তিনি জানান, কয়েকদিনের মধ্যেই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০