• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১০:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১০:১৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

২৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৪৯:১৭

ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খুলনা ব্যুরো: খুলনা ডুমুরিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর রোববার সকাল ১০টায়র কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. ইনসাদ ইবনে আমিন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা ও খুলনা জেলা অতিরিক্ত উপ পরিচালক মোঃ মিজান মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, কৃষিবিদ অধীর কুমার বিশ্বাস ও সৌমেন্দ্র কুমার মন্ডল।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষিতে কন্দাল ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কন্দাল ফসলসমূহ ভিটামিন বা খাদ্য প্রাণ ও খনিজসহ অনেক পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ  থাকে। অধিক শর্করা থাকার কারণে অনেক দেশেই এসব ফসল প্রধান খাদ্য বা সম্পূরকখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

উৎপাদিত গুরুত্বপূর্ণ কন্দাল ফসল সমূহের মধ্যে রয়েছে আলু, মিষ্টি আলু, গাছ আলু বা মেটে আলু, পানিকচু, লতিকচু, মুখীকচু, ওলকচু, কাসাভা। ধান এবং গমের পরই তৃতীয় অবস্থানে রয়েছে আলু। জাতীয় পর্যায়ে কন্দাল ফসলের গড় উৎপাদন আশাব্যাঞ্জক নয়। কন্দাল ফসলের গড় উৎপাদন যে কোনো উন্নত এমনকি উন্নয়নশীল দেশের ফলনের চেয়েও কম। অথচ উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে কন্দাল ফসলের গড় উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করা সম্ভব।

বক্তারা আরও বলেন , মানসম্পন্ন কন্দাল ফসল বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে বাজার সম্প্রসারণ ও বিভিন্ন কোম্পানির সাথে কৃষকদের সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কৃষকদের জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি বিষয়ক তথ্য ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন। কৃষক প্রশিক্ষণ হাতবই প্রণয়নে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ ও প্রকল্পের সকল কর্মকর্তাদের অসামান্য অবদান রয়েছে বলে মনে করেন তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩