• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৯:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৯:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

২৮ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:১০:৪৯

লালমনিরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

লালমনিরহাট প্রতিনিধি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত অসুস্থতায় মারা যায়। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু ও রোগ প্রতিরোধে  প্রত্যেকের সচেতন হতে হবে। নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে মৌলিক দক্ষতা ও জ্ঞান সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন।

২৮ অক্টোবর সোমবার লালমনিরহাট শহরের মুনস্টার রেস্তরাঁ এবং পার্টি সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন। 

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জেআইসিএ) এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্ট্রেনথেনিং দ্য ইনসপেকশন, রেগুলেটরি অ্যান্ড কোঅরডিনেটিং (এসটিটিআরসি) প্রকল্প, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং হাইজিন ও হেলথ প্রোডাক্টের জাপানি শীর্ষস্থানীয় কোম্পানি লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়-লালমনিরহাট কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক (টিওটি) প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসটিটিআরসি প্রকল্পের কর্মকর্তারা তাদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত বিষয় ছিল শিশুদের জন্য নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য বিষয়ক করণীয় ও বর্জনীয়, মৌলিক স্বাস্থবিধি এবং হাত ধোয়ার পদ্ধতি। শিক্ষকগণ প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রদান করবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের উপপরিচালক মো. আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মজুমদার, জেআইসিএ’র খাদ্য নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি পরামর্শক মিস আসুকা ইয়াসুকা, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. ফজলুল হক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩