• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৩৯:৪২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৩৯:৪২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৬:৩৪

চাঁপাইনবাবগঞ্জে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ‘অঞ্চল উপযোগী সম্প্রসারণযোগ্য জাত সমূহের পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল’ শীর্ষক উপসহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা উপকেন্দ্রের আয়োজনে এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ হলে এই কর্মশালার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুল ফারুক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ উপ কেন্দ্রের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহ উপ কেন্দ্রের প্রশাসন ও সাপোর্ট সার্ভিস সেন্টারের পরিচালক মো. মঞ্জুরুল আলম মন্ডল, কৃষি প্রকৌশল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান এবং বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান।

বক্তারা বলেন, বিনা ধান-২৫ এর জন্য উঁচু জমি নির্বাচন করলে তবেই বেশি ফলনের আশা করা যায়। আর মার্চ মাসের মাঝামাঝিতে বীজতলা করে এপ্রিলের ১৫ তারিখ থেকে ১০ মের মধ্যে ধান লাগালে ফলন ১০ থেকে ২০ ভাগ বেড়ে যাবে। আর তাই মিল মালিকরা এগিয়ে এলে সঠিক দাম ও পারিশ্রমিক পেলে তবেই কৃষক লাভবান হবেন বলে প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়।

বক্তারা আরো বলেন, ধানের যে জাতগুলো কৃষকের আয় বৃদ্ধি করবে সে জাতের ৩৫০০ টন বীজ কৃষকের কাছ থেকে ক্রয় করে বিনা আবার তা অন্য অঞ্চলের কৃষকের কাছে বিক্রয় করবে। যাতে দেশে ধানের উৎপাদন ব্যাহত না হয়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়। তাই একজন ভালো মানের কৃষক তৈরিতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন আলোচকবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালায় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আজাদুল হক, জেলা কৃষি অফিসারসহ জেলার বিভিন্ন উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১