• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৫:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৫:০৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে দাখিল পরীক্ষার প্রশ্নফাঁস সন্দেহে যুবক আটক

৪ মার্চ ২০২৪ সকাল ০৯:৫৮:৩৯

বাগেরহাটে দাখিল পরীক্ষার প্রশ্নফাঁস সন্দেহে যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দাখিল পরীক্ষার প্রশ্নফাঁসের সন্দেহে মো. আলামিন খান নামে এক যুবক আটক করেছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। আটক আলামিন পুটিখালি ইউনিয়নের সোনাখালি গ্রামের মো. মাসুদ খানের ছেলে ।

ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা একটি পরীক্ষা কেন্দ্র এলাকায় দাখিল পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁস হওয়া সন্দেহে আলামিনকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। ঘটনার সাথে জড়িত সন্দেহে আরও ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান প্রথম পত্রের ইংরেজি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জের পোলেরহাট মাদ্রাসা কেন্দ্রের পাশে একটি দোকানে বসে নিজ মোবাইলের হোয়াটস্যাপে মো. আলামিন খান (২১) নামের ওই যুবক প্রশ্ন দেখছিল। বিষয়টি নজরে আসায় ইউএনও তাকে আটক করে পুলিশে দেন। এসময় এই যুবকের ফোন নাম্বারে উপজেলার বিভিন্ন মাদ্রাসার তিনজন শিক্ষকের ফোন কল আসে সেই সূত্র ধরে তিনজনের নামে পুলিশ মামলা করে। ফোন কলের সূত্রে অন্য এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ফুলহাতা দারুল কুরআন ফজলুল করিম দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম, পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল গাজীএবং সোনাখালী আহমাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ইয়াকুব মাওলানার বিরুদ্ধে মামলা করা হয় বলে মোবাইল ফোনে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, এটি একটি চক্র। এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছে। আমরা আল আমিনের ফোনে প্রশ্নপত্র পেয়েছি। সে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছিল। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।

তবে এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, আসলে পরীক্ষা কেন্দ্রের পাশে আটক আলামিন তার ফোনে অন্য একটি পরীক্ষার প্রশ্ন দেখছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পথ দিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হলে আটক করে। এর পর তার ফোনে ৩ জন শিক্ষক নক করায় তাদের বিরুদ্ধেও মামলা করা হয়। তবে এটি কোনো প্রশ্ন ফাঁস না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩