• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০২:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:০২:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

২৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৪৪:৪৮

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি: ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।

২২ সেপ্টেম্বর রোববার দুপুরের পর পঞ্চগড় শের-ই-বাংলা পার্ক, চৌরঙ্গি মোর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজের ব্যানারে জেলার পাঁচ উপজেলা থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষকগণ বলেন, আমরা আপনাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলি। বর্তমান শিক্ষকদের প্রায় সকলেই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। কেননা শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু আমরা চরম বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন পার করছি। যে বেতন-ভাতা পাই তাতে ছেলে-মেয়েদের লেখাপড়া তো দূরে থাক সংসার চালানোই কঠিন হয়ে গেছে। আমরা বিভিন্ন সময় আন্দোলন করতে গেলে বিভিন্ন রকমের আশ্বাস দিয়ে পরবর্তীতে সেটা আর বাস্তবায়ন করা হয়নি। এবার আর আশ্বাস নয় আমরা বাস্তবায়ন দেখতে চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩