• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪১:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:৪১:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

বহিরাগতদের প্রতিহিংসার শিকার উত্তরা প্রেসক্লাবের নেতারা

১ জুলাই ২০২৪ সকাল ১০:৪৯:৪৬

বহিরাগতদের প্রতিহিংসার শিকার উত্তরা প্রেসক্লাবের নেতারা

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মীদের সংগঠন উত্তরা প্রেসক্লাবের নেতৃস্থানীয়রা বহিরাগতদের দ্বারা প্রতিহিংসার শিকার। ২৯ জুন শনিবার সংগঠনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

উত্তরায় বসবাসরত গণমাধ্যমকর্মী ও সুধী সমাজের উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে বলা হয়, উত্তরার চন্ডালভোগ মৌজায় খালপারে অবস্থিত উত্তরা প্রেসক্লাবের স্থায়ী ভবনের নির্মাণ কাজ চলমান। সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা এবং নির্বাহী কমিটির অক্লান্ত চেষ্টায় চলছে এ নির্মাণ কাজ। কিন্তু একটি চক্র  চলমান কাজটি বন্ধ করাসহ ক্লাব ঘরটি উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দেয়াসহ স্থাপনাটি যাতে না হয় এজন্য  সব চেষ্টাই করে যাচ্ছে। ঘর উচ্ছেদের সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে চক্রটি এখন ক্লাবের নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসাবশত নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সদস্য হিসেবে থাকার ন্যূনতম যোগ্যতা না থাকলেও ভুয়াদের বড় একটি অংশ ক্লাবের সদস্য হওয়ার জন্য নানা রকম চাপ সৃষ্টি করে আসছে দীর্ঘ দিন থেকেই।

এ বিষয়ে উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার বলেন, ‘উত্তরায় বসবাসরত সাংবাদিকদের প্রিয় সংগঠন উত্তরা প্রেসক্লাবের ভবন নির্মাণ কাজ আমরা গত বছরের আগষ্ট মাসে শুরু করি। সেই থেকে একটি চক্র প্রতিহিংসার বশবর্তী হয়ে ঘরটির নির্মাণ কাজ বন্ধ করার জন্য হেন কোনো চেষ্টা নাই, যা তারা করেনি। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে সর্বশেষ নির্বাহী কমিটি ও নির্মাণ কমিটির নেতাদের বিরুদ্ধে কাল্পনিক রড চুরির কথা ফলাও করে প্রচার করছে। অথচ এরা উত্তরা প্রেসক্লাবের কেউ না।’

তিনি আরও বলেন, ‘আমি এবং আমার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সিনিয়র সহ-সভাপতি আলাউদিন আযাদ, অর্থ সম্পাদক ফরিদ আহম্মেদ নয়নের বিরুদ্ধে রড চুরির কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকা লোকগুলো নিশ্চিতভাবেই জানে যে, তারা কোনো ক্লাবের সদস্য হতে পারবে না। আমরা প্রায় ২০ লক্ষ টাকা খরচের এ উন্নয়ন করছি, আর আমাদেরকেই চোর বানানোর হাস্যকর চেষ্টা করছে চক্রান্তকারীরা। উত্তরার সিনিয়র সিটিজেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ভালোভাবেই অবগত আছেন আমাদের চলমান কাজের ব্যাপারে। তাছাড়া এ বিষয়ে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।’

অভিযোগের বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ শেখ সাদী বলেন, ‘আমি একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়গুলো আমলে নিয়ে তদন্ত করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩