জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী বৃহত্তম সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
১৯ অক্টোবর শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে ২০২৪-২৫ অর্থ বছরের কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন- সভাপতি প্রবীণ সাংবাদিক ওয়াহিদুর রহমান (বিশেষ প্রতিনিধি দৈনিক বাংলাদেশ সমাচার, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি এশিয়ান টিভি)। সহ-সভাপতি মীর জাহান মিজান (দৈনিক সংবাদ), সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া (প্রতিনিধি দৈনিক ভোরের পাতা, দৈনিক কাজিরবাজার, দৈনিক সুনামকণ্ঠ, সম্পাদক গ্রাম বাংলার খবর ও গ্রাম বাংলা টেলিভিশন), যুগ্ম-সম্পাদক আলী আছগর ইমন (দৈনিক ভোরের ডাক ও দৈনিক জালালাবাদ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখরুল ইসলাম (দৈনিক ঢাকা টাইমস), কোষাধ্যক্ষ প্রভাষক মিছলুর রহমান (দৈনিক বিজয়ের কণ্ঠ) ও মহিলা সম্পাদক কলি বেগম (দৈনিক স্বাধীন বাংলা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- আলী জহুর (দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক পুণ্যভূমি), হেনা বেগম (দৈনিক জনতা), নিকেশ বৈদ্য (দৈনিক আমার সংবাদ ও দৈনিক সিলেটের জমিন), বাপন দত্ত (দৈনিক জবাবদিহি), সদস্য তৈয়বুর রহমান (দৈনিক সুনামগঞ্জের সময়) ও শাহ ফুজায়েল আহমদ (দৈনিক প্রথম বুলেটিন)।
এ সময় সভায় দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রেক্ষাপটে বিভিন্ন দিক পর্যালোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. নয়ন রায়ের মৃত্যুতে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available