• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২০:১৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:২০:১৭ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরিশাল প্রেসক্লাবের সভাপতি খসরু, সম্পাদক জাকির

২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৪৮:৫১

বরিশাল প্রেসক্লাবের সভাপতি খসরু, সম্পাদক জাকির

বরিশাল ব্যুরো: আনন্দমুখর পরিবেশে ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে ৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম খসরু। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী আল মামুন পেয়েছেন ১৮ ভোট এবং নুরুল আলম ফরিদ পেয়েছেন ২১ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে এস এম জাকির হোসেন ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী আব্দুল্লাহ আল রাসেল পেয়েছেন ২১ ভোট।

কমিটিতে সহ-সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে জাকির হোসেন এবং ৬২ ভোট পেয়ে মো. হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী জিয়া উদ্দিন বাবু ১৯ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে ৪৫ ভোট পেয়ে এম মোফাজ্জল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী এম লোকমান হোসাইন ২৭ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক পদে কে. এম. নয়ন ও দপ্তর সম্পাদক পদে মো. নাসির উদ্দিন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো আরিফিন তুষার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাগর বৈদ্য পেয়েছেন ২৯ ভোট। ক্রীড়া সম্পাদক পদে মো. রুবেল খান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান মোহন পেয়েছেন ৩০ ভোট।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এম. জহির ৭০ ভোট পেয়েছেন, কমল সেন গুপ্ত ৬২ ভোট, পুলক চ্যাটার্জি ৫৬ ভোট, মইনুল ইসলাম সবুজ ৫৪ ভোট, মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া ৫৮ ভোট, শাহীন হাসান ৫৪ ভোট ও সুমন চৌধুরি ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সদস্য পদে অপর দুই প্রার্থী গিয়াস উদ্দিন সুমন পেয়েছেন ৫২ ভোট এবং গোপাল সরকার পেয়েছেন ৪১ ভোট।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ, কমিশনার দেবাশীষ চক্রবর্তী ও নাসিমুল হককে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ ভোটাররা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তারা।

এদিকে নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ কার্যকরী পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন কাজী আব্দুল্লাহ আল রাসেল। অভিনন্দন বার্তায় বরিশাল প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, নির্বাচিত পরিষদ বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা রাখেন। প্রেসক্লাবের উন্নয়নে নির্বাচিত পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করবেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সিদ্ধিরগঞ্জে আগুনে ১৪ দোকান পুড়ে ছাই
২ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৫৯:১৪


ভোলায় ডাকাত বাহিনীর প্রধান গ্রেফতার
২ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৯:৪৯