• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৫৫:১৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:৫৫:১৯ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু

২৪ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:৩৪:৫০

নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার, সম্পাদক মঞ্জু

নোয়াখালী প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষিত নোয়াখালী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক হয়েছেন আবু নাসের মঞ্জু। প্রায় ৬ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করল নোয়াখালী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।

২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে এ ভোট গ্রহণ হয়।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমানের নিয়ন্ত্রণে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্খিত সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করে সাংবাদিকরা।

প্রেস ক্লাবের ৫৭ জন সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ভোটের আগেই মৃত্যুবরণ করায় বাকি ৫৬ জন সদস্যের মধ্যে মোট ৫৪ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার (বাংলাদেশ বেতার) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ (দৈনিক ইত্তেফাক) ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু (দৈনিক যায়যায়দিন) ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন (দৈনিক কালের কন্ঠ) ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু (চ্যানেল আই) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক (চ্যানেল ২৪) ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে ২ জন মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দু’জন আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

শিক্ষা ও গবেষণা তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ইকবাল হোসেন সুমন (দৈনিক খোলা কাগজ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন (দৈনিক বাংলাদেশের আলো)। প্রচার সম্পাদক পদে গাজী রুবেল (দৈনিক গণমুক্তি) ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে তিনজন আব্দুল মোতালেব (দৈনিক দেশবার্তা) ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন। নুর রহমান (দৈনিক বর্তমান) ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। মাহাবুবুর রহমান (দৈনিক সময়ের আলো) ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

এ নিবার্চনে ৫৬ জন ভোটারের মধ্যে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আইনি জটিলতায় আদালতের কাঠগড়ায় হামাগুড়ি দিতে দিতে ২০১৭ সালে ২৯ ডিসেম্বর পর এবার নোয়াখালী প্রেস ক্লাব পেল নতুন যোগ্য নেতৃত্ব। সাধারণ সদস্যরা বিশ্বাস করে ন্যায্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে নব-নির্বাচিত কমিটির যোগ্য নেতৃত্বের হাত ধরেই নোয়াখালী প্রেস ক্লাব এগিয়ে যাবে উন্নয়নের বার্তা নিয়ে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩১:০৭

নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৮:০৬