• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:২৬ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৩:২৬ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

১৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৫:৩০

রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ছাড়

জ্যোতির্ময় মন্ডল: ঢাকায় গাইতে আসছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়াম মাতাবেন ‘ওস্তাদ’ খ্যাত এই শিল্পী। শুধু তাই নয়, এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। ইতোমধ্যে শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। তবে রয়েছে এক বড় সুখবর। শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় দিয়েছে কনসার্টটির আয়োজক পক্ষ।

মূলত, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে; ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এতে আয়োজন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

জানা গেছে, চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মাঝে শিক্ষার্থীদের ভূমিকা থাকায় তাদের প্রতি সম্মান রেখে বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহর থেকে টিকেট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

সাধারণত মোট তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। প্রথমত, ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা। এই টিকেটে শ্রোতারা মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। সেই টিকিট ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৮৪০০ টাকা) দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, 'ফ্রন্ট রোঁ' টিকেটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এই টিকেট ক্রেতারা সামনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে গণ অভ্যুত্থানের বছর '২০২৪ সাল' স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ৩৪২০ টাকা) দেওয়া হয়েছে। তৃতীয়ত, 'জেনারেল' টিকেটের মূল্য ২ হাজার ৫০০ টাকা৷ এই টিকেট ক্রেতারা পিছনের সারি থেকে কনসার্ট উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে '৩৬ জুলাই' স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (ছাড়সহ ১৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।

টিকেট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে (যে-সকল শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইল নেই তারা অন্যদের সহযোগিতায় টিকেট কাটতে পারবেন)। রাজধানী ঢাকার পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৬ ডিসেম্বর থেকে আমাদের বসানো থাকবে বুথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটা বুথ রাখা হবে। এসব বুথ থেকে সহযোগিতা নিয়ে অথবা অনলাইনেও টিকিট কাটা যাবে।

গত ৯ ডিসেম্বর রাত থেকে এই কনসার্টের টিকেট বিক্রি শুরু হয়, যা চলবে আগামী ১৯ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। টিকেট সেলিং পার্টনার হিসেবে আয়োজকদের সঙ্গে রয়েছে 'GET SET ROCK' (গেট সেট রক) নামের একটি প্রতিষ্ঠান। টিকেট ক্রয়ের জন্য 'https://getsetrock.com/buy-ticket/echoes-of-revolution-j01' এই লিংকে প্রবেশ করতে হবে এবং অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে। টিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, এই কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া, কয়েকটি জনপ্রিয় দেশী ব্যান্ড- আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিহাতীতে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:৩৯




শীতে খাগড়াছড়িতে পর্যটকদের উপচেপড়া ভিড়
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫০