• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:২৫:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:২৫:২৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বামনায় পূর্ব শত্রুতার জেরে ২ শতাধিক ফলদ গাছ কর্তনের অভিযোগ

৩১ মার্চ ২০২৪ রাত ০৮:২৫:৫৮

বামনায় পূর্ব শত্রুতার জেরে ২ শতাধিক ফলদ গাছ কর্তনের অভিযোগ

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে বাগানের প্রায় ২ শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ২৯ মার্চ শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডৌয়াতলা ইউপির খুচনিচোড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

অভিযুক্তরা হলো, একই গ্রামের প্রতিবেশী মৃত মৃত মজিদ খার ছেলে মোস্তফা খা, জালাল খা ও হানিফ খা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে অভিযুক্তদের সাথে হাসানের পরিবারের বিরোধ চলে আসছিল। মাঝেমধ্যে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় রাতের অন্ধকারে তারা বাগানের কলা ও লেবুগাছসহ প্রায় ২ শতাধিক ফলজ গাছ কেটে ফেলে।

এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমরা গাছ কাটার বিষয়ে কোনো কিছু জানি না। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, এ বিষয়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩