• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ১০:৩৪:২৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ১০:৩৪:২৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রাঙ্গুনিয়ায় ফসলি জমিতে আবাসন, পাহাড় কেটে করা হচ্ছে ভরাট

২১ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:০৫:২৮

রাঙ্গুনিয়ায় ফসলি জমিতে আবাসন, পাহাড় কেটে করা হচ্ছে ভরাট

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে আবাসন। অনেক জায়গায় পাকা স্থাপনা নির্মাণের জন্য পাহাড় কেটে ভরাট করা হচ্ছে জমি। অভিযানের পরও থামছে না এসব কর্মকাণ্ড। ফসলি জমি ভরাটের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক ব্যক্তি অভিযোগ করেছেন।

উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, ফসলি জমিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের নিচ দিয়ে ফসলি জমিতে নির্মাণ চলছে পাকা দালান। বিলের আরেক অংশে অন্য এক ব্যক্তি পাহাড় কেটে ভরাট করছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় নুরুল আলম সওদাগর নামে এক ব্যক্তি ফসলি জমিতে পাকা দালানটি নির্মাণ করছেন। পাশের জমিতে মো. আজিজ নামে অন্য এক ব্যক্তি পাহাড় কেটে আবাসনের জন্য জমি ভরাট করছেন। অথচ ‘কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার’ আইনে ফসলি জমি ভরাট করে কোনো স্থাপনা বা আবাসন প্রকল্প বা শিল্প কারখানা গড়ে তোলার কোনো সুযোগ নেই।

ক্ষতিগ্রস্তদের মাঝে মো. কালু নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, মো. আজিজ তাদের তিন ফসলি জমি জোরপূর্বক ভরাট করছেন। ব্যবহার করছেন পাহাড়ের মাটি।

অভিযুক্ত মো. আজিজের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

অন্যদিকে ফসলি জমিতে পাকা দালানের নির্মাণের বিষয়ে জানতে চাইলে মো. নুরুল আলম সওদাগর বলেন, “অনেকেই তো কৃষি জমিতে দালান নির্মাণ করছেন, সেজন্য আমিও করছি।”  

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “ফসলি জমিতে আবাসন ও অবৈধ মাটি ভরাট বন্ধে অভিযান চালানো হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
২১ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:০৯