• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৬:৩৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও বন্ধুর ফাঁসির দণ্ডাদেশ

৩০ আগস্ট ২০২৪ সকাল ০৯:০৯:২২

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও বন্ধুর ফাঁসির দণ্ডাদেশ

নড়াইল প্রতিনিধি: নড়াইলে স্ত্রী আছিয়া বেগমকে হত্যা মামলায় স্বামী এবং তার বন্ধুকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা করেও জরিমানা করা হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় (২০১) আদালত ওই দু’জনকে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রনি সদর উপজেলার শড়াতলা গ্রামের লিটন শেখ লিটুর ছেলে এবং আব্বাস একই গ্রামের জামির হোসেন ফকিরের ছেলে। রনি শেখ প্রায় সাড়ে চার বছর আগে একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেছিলেন।

প্রসঙ্গত, পরকীয়ার জের ধরে ২০২২ সালের ৪ নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলায় শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে তার স্বামী প্রথমে গলা কেটে হত্যা করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে স্বামীসহ তার সহযোগী আব্বাস পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠায়। বিয়ের সময় আছিয়ার বাবার কাছ থেকে রনি যৌতুক নেয়। এছাড়া নয় শতক জমিতে বাড়ি করে দেন। রনি একটি মোবাইল ফোন কোম্পানিতে মাঠ পর্যায়ে চাকরি করতেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩