• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৯:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:২৯:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় পৃথক মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

৮ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০৮:০৭

কুমিল্লায় পৃথক মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় দু’টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

৮ আগস্ট মঙ্গলবার বিকেলে মনিরুল হত্যা মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৩-এর বিচারক রোজিনা খান চারজনকে ফাঁসির দণ্ড দিয়েছেন। এ সময় সাজাপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩১ আগস্ট সম্পত্তির ভাগাভাগি নিয়ে কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মনিরুল ইসলামকে কুপিয়ে মেরেছিল প্রতিপক্ষ।

দীর্ঘ ২০ বছর পর আলোচিত এ মামলার রায়ে ৪ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালেক, মফিজ, ইউসুফ ও খোকন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া (এপিপি) জানান, নিহত মনিরুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার বাদী হয়ে ঘটনার দিন ২০০৩ সালে ৩১ আগস্ট ১৬ জনের নামে মামলা করেন। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন। আদালতে রায় শুনানির সময় সাজাপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন না।

অন্যদিকে, জেলার লাকসাম উপজেলার গোপালপুরে এক প্রেমিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেল তিনটায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ মহিন উদ্দিনের বাড়ি (২৮) লাকসামের দক্ষিণ বিনই গ্রামে। রায় ঘোষণাকালে তিনি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের নাসিমা আক্তারের (২৪) সঙ্গে লাকসামের মহিন উদ্দিনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মহিন উদ্দিন গোপালপুর গ্রামে শাহ আলমের পরিত্যক্ত ঘরে নিয়ে নাসিমাকে ধর্ষণের পর গলায় ও মুখে কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই ফজলে রাব্বী বাদী হয়ে লাকসাম থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা স্পেশাল পিপি এডভোকেট প্রদীপ কুমার দত্ত জানান, রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহিন উদ্দিনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন বিচারক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩