• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:৪৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৪:৪৪ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে মুক্তিযোদ্ধা টুকুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩৬:২১

ফকিরহাটে মুক্তিযোদ্ধা টুকুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মৃতি আন্ত ইউনিয়ন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে ফকিরহাট ইউনিয়ন দলকে হারিয়ে নলধা-মৌভোগ ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে।

২৩ নভেম্বর শনিবার বিকেল ৪টায় মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় নলধা-মৌভোগ ইউনিয়ন দল ১-০ গোলে ফকিরহাট ইউনিয়ন দলকে পরাজিত করে।

ফকিরহাট বিএনপির আয়োজনে ও মুলঘর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা।

বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ মাসুদুল ইসলাম।

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুজ্জামান রিপন, যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোল্লা রাজু আহম্মেদ, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মইন উদ্দিন মেরু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- আলমগির কবির, বামরুজ্জামান কাম, রবি, সাগর, পলাশ, জাহাঙ্গির হোসেন, এনামুল, জাকির প্রমুখ।

খেলা পরিচালনা করেন মিরাজ সর্দার, তার সহযোগী ছিলেন জসিম উদ্দিন ও রাজু আহম্মেদ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪





নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক
৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০