ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি নদীবেষ্টিত চরাঞ্চল এলাকা। প্রত্যন্ত এসব চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা একেবারেই নড়বড়ে। পাকা রাস্তা, ব্রিজ-কালভার্ট অতি নগণ্য। চরাঞ্চলের উন্নত যোগাযোগ ব্যবস্থায় পদক্ষেপহীন স্থানীয় প্রশাসন। ধুলোমাখা কাঁচা রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত এ অঞ্চলের মানুষের।
উপজেলার পেপুলিয়া খেয়াঘাটের সঙ্গে কয়েকটি গ্রামের হাজার-হাজার মানুষের যোগাযোগের মাধ্যম কাঠের একটি সাঁকো। দীর্ঘদিন থেকেই যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে আছে সাঁকোটি। খেয়া পার হয়ে এ পথেই বাড়ি ফিরে আশেপাশের কয়েকটি গ্রামের হাজার-হাজার মানুষ, স্কুলকলেজের শিক্ষার্থী ও রোগীরা। কিন্তু কাঠের সাঁকোটি অকেজো হয়ে পড়ায় সবাইকে গন্তব্যস্থলে পৌঁছাতে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে ভোগান্তির। এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধিদের।
জনদুর্ভোগ নিরসনে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন বালুসিঁড়ি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের নিজ অর্থায়নে যাতায়াতের অনুপযোগী কাঠের সাঁকোটি ও আশপাশের রাস্তা মেরামত করে হাজারো খেয়া পাড়ের মানুষ, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী ও স্থানীয় মোটরসাইকেল চালকদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে দূর করেছেন। এতে খুশি স্থানীয় পথচারীরা।
স্থানীয় পথচারীরা বলেন, দীর্ঘদিন থেকে কাঠের এ ব্রিজ ভেঙে পড়ে আছে, মেম্বার-চেয়ারম্যানরা এসব মেরামত কাজে নজর দেন না। বাই সাইকেল নিয়ে যেতে ভয় লাগে, কখন যে আবার নিচে পড়ে যাই। বালুসিঁড়ি ফাউন্ডেশন এই ব্রিজটি মেরামত করেছে এতে আমরা অনেক খুশি।
মেরামত কাজে উপস্থিত ছিলেন বালুসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আকবার হোসেন আসিফ, সাধারণ-সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, কোশাধ্যক্ষ আতিকুর রহমান আতিক, সদস্য আমিনুল ইসলাম নাজিম, মুকুল হোসেন ও অন্যান্য স্বেচ্ছাসেবীরা৷
এ বিষয়ে বালুসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জি.আকবার হোসেন আসিফ বলেন, আমাদের সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে কাজটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এ সংস্কার স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনে একটি নতুন আলো এনে দিয়েছে। যেখানে নিরাপদ ও সুগম যাতায়াতের মাধ্যমে তাদের জীবনযাত্রার গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available