• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:১৭:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:১৭:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৩০ অক্টোবর ২০২৪ সকাল ০৯:১০:১২

মানসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মানসা শাপলা ক্রীড়া চক্র আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠান ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।

মাঠ পরিচালনায় ছিলেন মানসা শাপলা ক্রীড়া চক্রের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ মিজানুর রহমান, মানসা শাপলা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হালদার, সার্বিক সহযোগিতায় ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির আহবায়ক আতিয়ার রহমান মোড়ল।

এসময় আরও উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রবীন্দ্রনাথ হালদার বাটুল, ফকিরহাট উপজেলা বিএনপির আহবায়ক ফকির শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, খান লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান টুটুক, যুবদল নেতা নওশের আলী, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি, বিশিষ্ট সমাজসেবক বাবলু কুমার আশ, ফকিরহাট উপজেলা, মানসা শাপলা ক্রীড়া ক্রের যুগ্ম আহবায়ক এসএম মনির আহম্মেদ ডালিমসহ অন্যান্যরা।

ফাইনাল খেলা মানসা শাপলা ক্রীড়া চক্র বনাম সৈয়দ মহল্লা যুবসংঘ অনুষ্ঠিত হয়। খেলায় সৈয়দ মহল্লা যুব সংঘকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে মানসা শাপলা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু এবং সার্বিক সহযোগিতায় ছিলেন আলী আকবর ও সুমন রাজু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩