• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:২৪:০৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর

২৯ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:২৬:১২

সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। দেখেই মনে হবে, এ যেন এক স্বপ্নের বাগিচা। প্রতিদিন সূর্যমুখীর এ বাগান দেখতে আসা দর্শনার্থীর পদচারণায় মুখর হচ্ছে উপজেলা পরিষদ আঙ্গিনা।

দৃষ্টিনন্দন বাগানটির সৌন্দর্য উপভোগ করছেন উপজেলা পরিষদে প্রতিদিন আসা সেবা গ্রহীতারাসহ দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও।

সরেজমিনে দেখা গেছে, ইট-পাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে এই সূর্যমমুখী ফুলের এ বাগান। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই।

উপজেলা পরিষদের বাগানে ঘুড়তে আসা দর্শনার্থী মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনসহ অনেকে বলেন, এখানে এসে অনেক ভালো লাগছে, পরিবেশটাও ভালো।

ইট-পাথরের দালান-কোঠার পাশে এমন নয়ন জুড়ানো পরিবেশ যে কাউকেই প্রকৃতিপ্রেমী করে তুলছে। তাছাড়া এই উপজেলায় সূর্যমুখীর তেমন চাষ হয় না বলেই সূর্যমুখী ফুলের এ বাগানটি এখন সৌন্দর্যপ্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বর

উপজেলা সহকারী ভূমি কমিশনার রাকিবুল হাসান এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার বলেন, বাগানটির কারণে একটি দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হয়েছে। গত বছরও এমন বাগান তৈরি করা হয়েছিলো। বাগানটি দেখতে প্রতিদিন শতশত নারী-পুরুষ এখানে আসছেন। আগামীতেও এমন দৃষ্টিনন্দন বাগান করার উদ্যোগ গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩