পলাশ (নরসিংদী) প্রতিনিধি: ব্যথা সচেতনতা মাস উপলক্ষ্যে নরসিংদীর পলাশের ঘোড়াশালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে ঘোড়াশালে অনামিকা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন অ্যানেস্থিসিয়া, অ্যানালজেসিয়া এবং ইনডেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ পিজি হাসপাতাল, শাহবাগ ঢাকার মেরুদণ্ডের ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, নার্ভের ব্যথা, মাথা ব্যথা ও বিশিষ্ট পেইন মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডা. রজত শুভ্র দাস।
সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রায় শতাধিক মেরুদন্ডের ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, নার্ভের ব্যথা, মাথা ব্যথায় আক্রান্ত রোগীদের তিনি সেবা দেন।
সরেজমিনে গিয়ে ঘোড়াশালে অনামিকা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে গিয়ে দেখা যায়, পলাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করতে রোগীরা জড়ো হয়।
এ সময় সেবা নিতে আসা ফিরোজ মিয়া, রাশেল আহমেদ ও রহিমা বেগম নামে রোগীরা জানান, অন্যান্য সময়ে ডাক্তারের চিকিৎসা সেবা নিতে ৮০০ টাকা ভিজিট দিতে হয়েছে। এর বিপরীতে আজ ফ্রিতে চিকিৎসা সেবা গ্রহণ করে আমরা অনেক খুশি হয়েছি।
ডা. রজত শুভ্র দাস বলেন, পলাশ উপজেলায় অনেক সময় অনেকে টাকার জন্য চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছে না, তাদের জন্য ব্যথা সচেতনতা মাস উপলক্ষ্যে আজ এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available