স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ঝিমটি বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। পাশাপাশি শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন ওষুধপত্র দেওয়া হচ্ছে।
১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার ঝিমটি বাজারে আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন আশা ঝিমটি ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মাহমুদুল হাসান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেল্থ সেন্টার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. শেখ হান্নান, স্থানীয় জনপ্রতিনিধি মো. হাবিবুর রহমান, বাজার সমিতির সভাপতি দুলাল মিয়াসহ অন্যরা।
এছাড়াও আশা সিএসআর কার্যক্রমের আওতায় সারা দেশে বছরে কয়েক লক্ষ অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা, শিক্ষা সামগ্রী, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণসহ অন্যান্য সেবা প্রদান করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available