• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৫৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় বই বিতরণ উৎসব

১ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:১৬:০৭

নওগাঁয় বই বিতরণ উৎসব

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকাল ১০টায় নওগাঁ জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন।

জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত অভিভাবক ও শির্ক্ষাথীরা। বছরের শুরুতে বই পাওয়া শিক্ষার্থীরা পড়াশুনায় মনোযোগী হবে বলে জানান অভিভাবক ও সংশ্লিষ্টরা।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার জন্য ৪৩ লাখ ৪৪ হাজার ৫৪৬টি বইয়ের চাহিদা পাঠানো ছিল। এর মধ্যে ৩১ লাখ ৭৭ হাজার ১৮৫টি বই পাওয়া গেছে।

প্রাথমিক বিদ্যালয়ের চাহিদা ছিল ১৩ লাখ ৩৮ হাজার ২২৬টি। যা পুরো বই পাওয়া গেছে।

অপরদিকে মাধ্যমিকে বইয়ের চাহিদা ছিল ৩০ লাখ ৬ হাজার ৩২০টি। চাহিদার বিপরীতে বই পাওয়া গেছে ১৮ লাখ ৩৮ হাজার ৯৫৯টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩