• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৩:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৪৩:১৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাটিরাঙ্গায় বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা

১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:০৪:৫৯

মাটিরাঙ্গায় বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার প্রায় শতাধিক প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসব উদযাপিত হয়েছে। নতুন বই পেয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে।

১ জানুয়ারি সোমবার সকালের দিকে বাইল্যাছড়ি মুসলিম পাড়া মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন, মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, ওয়ার্ড কাউন্সিলর, বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

একই সময়ে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

বই বিতরণ উৎসব উদ্বোধনকালে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বাইল্যাছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা বলেন, বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া সরকারের সাফল্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এটা সরকারের একটি বড় উদ্যোগ। তিনি ছাত্র-ছাত্রীদেরকে বছরের প্রথম দিন থেকেই অধ্যবসায়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি সন্তানদের যথাসময়ে স্কুলে পাঠানোর আহ্বান জানিয়ে বলেন, আজকের শিশুরাই আগামী দিনে এদেশের দায়িত্ব নেবে। তাই তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমার এবং আপনাদের দায়িত্ব।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে। সরকার শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে স্ব-স্ব এলাকায় পাঠ্যপুস্তক প্রেরণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩