• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪৭:৫৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:৪৭:৫৬ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

২৯ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩৩:৩৯

পাবনায় ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার আয়োজনে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। উৎসবে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। প্রথম দিনে সকাল থেকেই শিক্ষার্থীদের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে।

২৯ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পাবনার শহিদ জাহিদুল ইসলামের পিতা মো. দুলাল উদ্দিন মাস্টার। এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে ইকবাল হোসাইন বলেন, দেড় যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী অপশক্তি হাসিনা সরকারের শাসনব্যবস্থায় ছাত্রশিবিরকে তাদের সৃজনশীল প্রকাশনা সামগ্রী ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করতে দেয়নি। বিভিন্ন কায়দায় শিবিরের উপর মিথ্যা অপবাদ দেওয়া হতো। কোরআন স্টাডি ক্লাস থেকে আটক করে  ইসলামীক বইগুলোকে বলা হতো জিহাদী বই। এদের সাংগঠনিক প্রোগ্রামও করতে দেওয়া হয়নি। শত প্রতিকূলতার মধ্যে অতিবাহিত হওয়া শিবির এখন দেশের ছাত্রসমাজের কাছে আশা আকাঙ্ক্ষা, আস্থা ও আদর্শের নাম। এখন সময় এসেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা ছাত্রশিবির সম্পর্কে সঠিক ধারণা অর্জন করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহিদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার বলেন, আমার ছেলে পাবনার রাজপথে জীবন দিয়ে শহিদ হয়ে গেছে। এ জন্যই আমরা সুন্দর পরিবেশের বাংলাদেশ পেয়েছি। এখন দেশের মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। আজকে শিবির যে প্রকাশনা উৎসবের আয়োজন করেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তাদের বই ও প্রকাশনা সামগ্রী দেখে অভিভূত হয়েছি। শিবিরের ছেলেরা যে এতো সৃজনশীল ও মেধাবী এখানে না আসলে বুঝা মুশকিল। তাই আপনারা উৎসবে আসুন ছাত্রশিবিরকে জানুন।

উৎসবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনায় নিহত দুইজন শহিদ জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় কর্নার করা হয়েছে। আবার নারী শিক্ষার্থীদের জন্য পৃথক রিডিং কর্নার করা হয়েছে।

পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসাইন বলেন, আজ সকাল থেকে ৩ দিনের জন্য প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আগামী ৩১  জানুয়ারি শেষ হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আমাদের উৎসব উন্মুক্ত থাকবে। পাবনার ছাত্র সমাজকে প্রকাশনা উৎসবে এসে আমাদের প্রকাশিত বইগুলো ক্রয় ও প্রদর্শনের আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসাইন, সেক্রেটারি গোলাম রহমান, পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসাইন শান্ত, পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মনজিল হোসাইন, সাবেক শিবিরে নেতা মো. আবু দাউদ, এডওয়ার্ড কলেজ শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক শিবির নেতা সিরাজুল ইসলাম, শহর শাখার দপ্তর সম্পাদক মোবাশ্বির রহমানসহ অন্যান্য দায়িত্বশীল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১