• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:২৩:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:২৩:৩৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মাভাবিপ্রবিতে বন্ধুসভার ৩ দিনব্যাপী বইমেলা শুরু

৪ মার্চ ২০২৪ বিকাল ০৪:০৫:৪৮

মাভাবিপ্রবিতে বন্ধুসভার ৩ দিনব্যাপী বইমেলা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার আয়োজন ৩ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

৪ মার্চ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ বইমেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

মেলা উদ্বোধনকালে ভিসির সাথে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, প্রক্টর অধ্যাপক ড. মীর মো. মোজাম্মেল হক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওন, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।

বইমেলার আয়োজক প্রথম আলো বন্ধুসভা মাভাবিপ্রবির সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা ৩ দিনব্যাপী বইমেলার আয়োজন করছি। প্রথম দিনেই পাঠকদের ব্যাপক সাড়া পাচ্ছি। প্রত্যেক বছর বইমেলার আয়োজন হওয়ায় গত কয়েক বছরে মাভাবিপ্রবিতে অনেক পাঠক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় ও স্থানীয় লেখকরাও তাদের বই পাঠকদের কাছে মেলার মাধ্যমে সহজে পৌঁছে দিতে পারছেন।

তিনি বলেন, বইমেলা পাঠকদেরকে বইয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। মানুষের চিন্তাভাবনা ও জ্ঞানধারণাকে বিস্তৃত করে তোলে, মানুষকে সুখী ও তৃপ্ত করে। বইমেলার মাধ্যমে একটি দেশের সাহিত্য-শিল্প-সাংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়। এটি জ্ঞানান্বেষী কোটি কোটি মানুষের জ্ঞান-তীর্থ।

উল্লেখ্য, আগামী ৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ বইমেলা চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ