• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:২১:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:২১:৫৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাতির পিতার সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৯:১৬

জাতির পিতার সমাধিতে স্পিকারের শ্রদ্ধা

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় একে একে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী,  হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মোঃ নজরুল ইসলাম বাবু, সাইমুম সরোয়ার কমল, মাশরাফী বিন মোর্ত্তজা ও শেখ সালাহউদ্দিন জুয়েল, এমপি।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান,  জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, পুলিশ সুপার (ডিএসবি) মোহা. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, মোহাম্মদ জাহেদ শেখ, টুংগীপাড়া উপজেলা নিবার্হী অফিসার মো. মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এসময় তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

পরে তারা সমাধি কমপ্লেক্স এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩