সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। খেলার আয়োজন করে সৈয়দপুর উপজেলা প্রশাসন। প্রথম খেলায় অংশ নেয় শক্তিশালী সৈয়দপুর পৌরসভা বনাম কাশিরাম বেলপুকুর ইউনিয়ন।
৬ জুলাই শনিবার সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই খেলার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। এসময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, সহকারী কমিশনার ভূমি মো. আমিনুল ইসলামসহ অনেকে।
উদ্বোধন কালে সংসদ সদস্য বলেন, ফুটবলের জোয়ারে সারা বিশ্ব যখন কাঁপছে একদিকে কোপা আমেরিকা অন্যদিকে ইউরোপ সেরার মুকুট অর্জন তখন নীলফামারীর সৈয়দপুরও পিছিয়ে নেই।
শনিবার থেকে শুরু হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ। একই সাথে ক্রীড়ার উন্নয়নে নানান আশ্বাস দেন তিনি।
এসময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফুটবল বাঙালির রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত। দর্শক বা সমর্থন ছাড়া এ খেলা পরিপূর্ণ হয়ে উঠে না। তাই আপনারা সকলেই আমন্ত্রিত।
তিনি মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও স্মার্ট ফোনের আসক্তি ছেড়ে মাঠে এসে নিজে খেলে বা সমর্থন দিয়ে আগামীর স্মার্ট ও বুদ্ধিদীপ্ত সমাজ গড়ার মাধ্যমে আলোকিত সৈয়দপুর গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available