• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৫:৩২:৩৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:২৬:৪৩

টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি: এশিয়ান টিভি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, টু্ঙ্গিপাড়া উপজেলা প্রশাসনসহ গোপালগঞ্জ ও টুঙ্গীপাড়ার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এসময় জেলা প্রশাসক গোপালগঞ্জ কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদ গোপালগঞ্জের পক্ষে প্রধান প্রকৌশলী দেব প্রসাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মাহবুবুল আলম, মোহা. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ্এনও) মোহাম্মদ মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল আলম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমানসহ জেলা-উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩