• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১০:৪০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেরোবিতে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের কক্ষে মিললো অস্ত্র মদ

১৬ আগস্ট ২০২৪ সকাল ১১:১০:২৫

বেরোবিতে বঙ্গবন্ধু হলে ছাত্রলীগের কক্ষে মিললো অস্ত্র মদ

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দখলকৃত কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে।

১৪ আগস্ট বুধবার ছাত্রলীগের কক্ষগুলোতে অস্ত্র আছে সন্দেহে অনিরাপদ বোধ করে তল্লাশি চালানোর দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১০টায় হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আনসার সদস্যরা ছাত্রলীগের দখল করা কক্ষগুলো তল্লাশি করেন। এ সময় কক্ষগুলো থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কক্ষগুলো থেকে একে একে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এ ছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে। অভিযান শেষে উদ্ধার অস্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখা হয়। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করি। অভিযান শেষে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট ড. হারুন আল রশীদ বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে হল নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন, আনসার ও শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে সন্দেহমূলক কক্ষগুলোতে অভিযান চালানো হয়। কক্ষগুলো থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩