• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৯:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৯:৫৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নলডাঙ্গার হালতির বিলে বজ্রপাতে দুজন নিহত

১১ অক্টোবর ২০২৪ দুপুর ১২:১০:০৯

নলডাঙ্গার হালতির বিলে বজ্রপাতে দুজন নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার হালতিবিলের পৃথক স্থানে বজ্রপাতে মো. আব্দুল মোমিন (৩৫) এবং রায়হান (৩২) নামের দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ১১ অক্টোবর শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে পৃথক দুটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. আব্দুল মোমিন নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে এবং রায়হান আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার সাদেক আলীর ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার খোলাবাড়িয়া এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে মো. সেন্টু (৫২) এবং মকবুল হোসেনের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে তিনজন শামুক তুলতে যান। এ সময় ভোরে হঠ্যৎ বজ্রপাতে ঘটনাস্থলে মোমিন (৩৫) নামে একজনের মৃত্যু হয়। এতে নৌকায় থাকা অপর একজন গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অপরদিকে হালতিবিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে আরেক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩