বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ৩নং শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ী টু ঝাড়বাড়ী রাস্তার শিমুলবাড়ী সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুল্লি নদীর ভাঙ্গনের কবলে পড়ে রাস্তাটির ২০ থেকে ২৫ ফিট জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
মাত্র দুই ফিট জায়গা অবশিষ্ট আছে যেখান দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে পথচারী, বাইসাইকেল ও বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী যাতায়াত করছে । যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা । অন্যান্য সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এই এলাকার মানুষজনকে প্রায় চার কিলোমিটার ঘুরে জামতলী হয়ে ঝাড়বাড়ী ও গড়েয়া হাটে যেতে হচ্ছে। এছাড়াও ভাঙ্গা রাস্তার দুই পাড়ের বিশাল এলাকা জুড়ে ধানের আবাদ , রাস্তা দিয়ে ভ্যান ট্রাক্টর চলাচল না করতে পারায় কৃষকেরা মাঠ থেকে ধান পরিবহণ করতে পারছেন না।
ওই এলাকার মো. আজিজার রহমান, শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতোয়ারুল ইসলাম, মো. আ. আজিজ, জুয়েল রানা, শিক্ষক আ. মতিন সহ স্থানীয় বাসিন্দাগণ জানান, কিছুদিন আগে বন্যার সময় রাস্তাটি ভেঙ্গে গেলেও কয়েকদিন এক পাশদিয়ে অটো, ভ্যান, মোটরসাইকেল যাতায়াত করত পারতো কিন্তু বর্তমানে রাস্তাটিতে চলাচলের কোন উপায় নাই । দীর্ঘদিন রাস্তাটি এই অবস্থায় রয়েছে।
ওই এলাকার সাধারণ জনগণ বলেন, আমরা কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি যেন সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হোক। এতে এলাকার সাধারণ জনগণের কিছুটা হলেও দুর্ভোগ কমবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available