মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন খানকে সাময়িক বরখাস্ত হয়েছে। গ্রাম পুলিশ রাকিবকে মারধর করার দায়ে তাকে এ বরখাস্ত করা হয় ।
২২ জানুয়ারি সোমবার এ নির্দেশনা দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গেল বছরের ১১ জুলাই রবিবার দুপুর একটার দিকে ২নং ওয়ার্ড আন্ধারমানিক ইউনিয়নের গ্রাম পুলিশ রাকিবকে চেয়ারম্যান নিজ কার্যালয়ে ডেকে এনে নিজেই বেধরক মারধর করে।
এ বিষয়ে গ্রাম পুলিশ রাকিবের কাছে জানতে চাইলে রাকিব জানান, মারধরের ঘটনায় প্রথমে কাজিরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরে একটি মামলা দায়ের করেন। যার নং ৮৬ /২০২৩ কাজিরহাট।
বাদী আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুর্নীতি পরায়ণ পরবিত্তলোভী লোক। বাদীর দায়িত্ব-কর্তব্যের অংশ হিসেবে চৌকিদারী ট্যাক্স আদায় করে নিয়ম অনুসারে ইউনিয়ন পরিষদের সচিব মহোদয়ের বরাবর জমা প্রদান করেন। চেয়ারম্যান ওই টাকা আত্মসাৎ করতে না পারায় গ্রাম পুলিশ রাকিবকে ডেকে এনে শারীরিক নির্যাতন ও অকথ্য ভাষায় গালমন্দ করে।
এছাড়াও চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের বিরুদ্ধে পরিষদ সূত্রে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। চেয়ারম্যানের অযাচিত দুর্নীতির কারণে ইউনিয়ন পরিষদের সকল সদস্য তাকে অনাস্থা প্রকাশ করেছে বলেও বাদী রাকিব জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available